[ স্বাধীনের অর্জনে আমরা গর্বিত]
অভিনন্দন ও শুভেচ্ছা
****************************
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ০৯নং লোহাজুরী অন্চলের লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র স্বাধীন মিয়া চট্টগ্রাম অাঃ অাজিজ স্টেডিয়ামে ৫৩তম শীতকালীন অান্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০০মিটার দৌড়ে স্কুল পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা, অঞ্চল, বিভাগীয় ও সর্বশেষ জাতীয় পর্যায়েও ১ম স্থান অধিকার করে অামাদের লোহাজুরীর গৌরব ও সুনাম অর্জন করেছেন৷ স্কুল থেকে শুরু করে প্রতিটি ধাপে সে প্রথম হওয়ার সুনাম ধরে রেখেই রবিবার ঢাকায় জাতীয় প্রতিযোগিতায়ও শীর্ষ স্থান অর্জন করে আমাদের গর্বিত করেছে।
অষ্টম শ্রেণির পড়ুয়া স্বাধীন এবং তার বাবা-মাসহ স্কুলের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।💐
আজ (২৩-০২-২৫) লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক জনাব,জহিরুল হক জোয়ারদার জুলফিকার দুপুর ২:০০ ঘটিকায় তার সামাজিক মাধ্যমে প্রকাশ করেন_ ছাত্র মোঃ স্বাধীন মিয়া(১৪) বালক (মধ্যম) ২০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে দেশ সেরা দ্রুততম মানব নির্বাচিত হয়। আলহামদুলিল্লাহ।
দেশ সেরা দ্রুততম মানব ও স্বর্ণ পদক প্রাপ্ত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস